স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৩১ আগস্ট।। সোনামুড়া মহকুমার মধুপুর প্রাণী চিকিৎসা কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছে। মধুপুর গ্রামীণ এলাকার বেশিরভাগ মানুষ পশু-পাখি পালন করে তাদের আয় উপার্জনের উৎস বাড়াচ্ছেন। পশু পাখি পালন করার ক্ষেত্রে চিকিৎসার জন্য জটিল সমস্যার সম্মুখীন করেছেন ওই এলাকায় বসবাসকারী পশু ও পাখি প্রেমীরা।
এলাকাবাসীর অভিযোগ এলাকায় একটি পশু চিকিৎসা কেন্দ্র থাকলেও এই চিকিৎসা কেন্দ্রে নিয়মিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রা আসেনা। সপ্তাহে বড়জোর একদিন চিকিৎসককে এই চিকিৎসা কেন্দ্রে পাওয়া যায়। সপ্তাহের অন্যান্য দিন গরহাজির থাকেন।ফলে পশু ও পাখি প্রেমীরা তাদের পশু পাখির চিকিৎসা করাতে এসে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সোমবার বেশ কিছু সখ্যক পশুপাখি নিয়ে এসে পশু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসককে না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। এমনকি তারা বিক্ষোভ আন্দোলনে শামিল হন।তারা আরও অভিযোগ করেন পশু চিকিৎসা কেন্দ্র টির সামনে আবর্জনার স্তুপ জমে উঠেছে। চিকিৎসা কেন্দ্রের আশপাশ এলাকায় জঙ্গল হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।
তাতে পশু চিকিৎসা কেন্দ্র এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে।অবিলম্বে পশু চিকিৎসা কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের থাকা এবং পশু চিকিৎসা কেন্দ্র এলাকার পরিবেশ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন।এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।