অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। মার্কিন নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থক এক ব্যক্তিকে ৫ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিএনএন জানায়, শুক্রবার ফ্লোরিডার রবার্ট স্কট পালমারকে এই কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় তিনিই সর্বোচ্চ শাস্তি পাওয়া ব্যক্তি।
চলতি বছরের ৬ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা এই হামলা চালান।
অনলাইনে কাজ করেন এমন একজন গোয়েন্দা সেদিনের হামলার ছবি ও ভিডিও ফুটেজ দেখে সবার আগে পালমারকে চিহ্নিত করেন। সেসময় মার্কিন পতাকা সংবলিত জ্যাকেট পরে ক্যাপিটল হিলের সহিংসতায় সক্রিয় অংশ নিয়েছিলেন পালমার।
অগ্নিনির্বাপক যন্ত্র, কাঠের তক্তা ও খুঁটি নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অপরাধে পালমারকে ৬৩ মাসের দণ্ড দেওয়া হয়েছে। তার শাস্তি একই অভিযোগে ১৪০ জনের বেশি অভিযুক্তের দণ্ড নির্ধারণে সাহায্য করবে।
রায় ঘোষণার সময় ডিস্ট্রিক্ট বিচারক তানিয়া চুটকান বলেন, ‘প্রতিদিন আমরা ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য সহিংসতার ষড়যন্ত্র করছে এমন গণতন্ত্রবিরোধী দলগুলোর খবর শুনছি। ক্ষমতার শান্তিপূর্ণ স্থানান্তর বন্ধের চেষ্টা ও আইন প্রয়োগকারীদের ওপর হামলাকারীদের নির্দিষ্ট শাস্তি নিশ্চিত করতে হবে। ’