অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। দুদিন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন মেয়েদের নূন্যতম বয়স বাড়িয়ে দেওয়া হবে। পরে দেওয়া হবে 21 বছর। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির একের পর এক সদস্য এই বিষয়ে বিরোধিতা করতে শুরু করেছেন।
বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন আবু আজমী, শফিকুর রহমান বকর। এবার সেই একই পথে হাঁটলেন সমাজবাদী পার্টির সংসদ এসটি হাসান। বিতর্কিত মন্তব্য করে তিনি বলেন, মেয়েদের বয়স আরো কিছুটা কমিয়ে দেওয়া উচিত ছিল বিবাহের ক্ষেত্রে।
কিছুটা বড় হয়ে গেলেই মেয়েরা পর্নোগ্রাফি দেখে এবং অনুশাসন হীন হয়ে পড়ে। তাই আগেভাগেই বিয়ে দিয়ে দেওয়া ভালো কন্যা সন্তানদের। সম্প্রতি সাক্ষাৎকারে হাসান বলেন, মহিলাদের বয়স 16 বছর থেকে 30 বছর পর্যন্ত থাকে। 16 বছর বয়স থেকেই বিয়ের প্রস্তাব আসতে শুরু করে একজন মেয়ের কাছে।
দেরিতে বিয়ে হলে বন্ধ্যাত্ব সমস্যা অনেক বেশি বেড়ে যায়। পাশাপাশি দেরি করে বিয়ে করলে সন্তান বড় হতে হতে মা বাবা বয়স্ক হয়ে যায়। অনেক সময় হয় আপনার জীবন শেষ হয়ে গেছে কিন্তু আপনার ছেলে-মেয়ে তখনও ছাত্র অবস্থায় থেকে গেছে।