অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। ভোট বড় বালাই। সেকথাই প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। নির্বাচনকে পাখির চোখ করে উত্তরপ্রদেশকে ঢেলে সাজাতে ব্যস্ত মোদি সরকার। আজ ফের ভোটের আগে ফের চমক। উত্তরপ্রদেশে শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ, শনিবার এই সভা থেকে মোদি বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে ৩৬ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে এই এক্সপ্রেসওয়ে তৈরি হবে। ৫৯৪ কিলোমিটার বিস্তৃত হবে এই এক্সপ্রেসওয়ে। ৬ লেনের এই গঙ্গা এক্সপ্রেসওয়ে জুড়বে ১২টি জেলাকে।
এদিন মোদি বলেন, উত্তরপ্রদেশে মতো একটি বড় রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চালানোর পর এই রাজ্যে এত উন্নয়ন হয়েছে। উত্তরপ্রদেশে সবচেয়ে বড় গঙ্গা এক্সপ্রেসওয়ে কাজ হচ্ছে।
এই এক্সপ্রেসওয়ে প্রত্যেকের কাছে এক অনন্ত সম্ভাবনা। এর ফলে কৃষক থেকে যুব সমাজ সকলেরই কাছে এক বিরাট সম্ভাবনার দুয়ার খুলে গেল।