স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ আগস্ট।। অগ্নিদগ্ধ যুবতীর আত্মচিৎকার রাজধানীর প্রধান হাসপাতালের সামনে। প্রায় দেড় ঘণ্টা ধরে কোনো ধরনের চিকিৎসা পরিষেবা না পেয়ে হাসপাতালের সামনে রোগীর স্ট্রেচার থামিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয় রোগীর আত্মীয় পরিজনরা।
পরবর্তী সময়ে হাসপাতালে পরিষেবা মিললেও দীর্ঘ সময় ধরে অবাহেলা নিয়ে উঠছে প্রশ্ন। অগ্নিদগ্ধ মেয়েটির মামা জানায়, বাড়িতে অনুষ্ঠান ছিল। হঠাৎ রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফরণ হয়। এতে মেয়েটির শরীরে আগুন লেগে যায়। তাদের বাড়ি জিবিপি হাসপাতাল থেকে বেশি দূরে নয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মেয়েটিকে উদ্ধার করে জিবিপিতে নিয়ে আসে।
সেখান থেকে জানিয়ে দেওয়া হয় ক্যান্সার হাসপাতালে যেতে। কিন্তু ক্যান্সার হাসপাতালে গিয়ে কোনো ধরনের চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীরা মেয়েটিকে পরিষেবা দিতে অবহেলা করে। আত্মীয় পরিজনরা ক্ষোভ প্রকাশ করে বলে, ঘটনার খুব অল্প সময়ের মধ্যে জিবিপিতে নিয়ে আসতে সক্ষম হলেও পরিষেবা থেকে বঞ্চিত হয়। দূর দূরান্ত থেকে আসা রুগীদের ক্ষেত্রে এই রকম হলে বড় ধরনের দুর ঘটনা ঘটতে পারে।