অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। ডেডিড মালানকে নিয়ে দিন শুরু করেছিলেন জো রুট। ব্রিসবেনের মতো অ্যাডিলেডেও অস্ট্রেলিয়ানদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন এই দুই ইংলিশ ব্যাটার।
মালান-রুটের ১৩৭ রানের জুটি ভাঙেন ক্যামেরুন গ্রিন। ১১৬ বলে ৭ চারে ৬২ রান নিয়ে থামেন রুট।
অধিনায়কের ফেরার পরপরই তৃতীয়দিনে আরও তিন উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।
তার আগে ফিফটি করে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন রুট। ইনিংসের ৩৯তম ওভারে ঝাই রিচার্ডসনের বলে ডাউন লেগ দিয়ে চার মেরে অর্ধ-শতকের ঘরে পা রাখেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা রুটের এটি টেস্টে ৫২তম এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫তম ফিফটি।
ইংলিশ অধিনায়ক হিসেবে টেস্টে ৩৭টি ফিফটি করলেন রুট। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়লেন তিনি। ৩৬ ফিফটি নিয়ে এই রেকর্ড এতদিন দখলে রেখেছিলেন অ্যালিস্টার কুক।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংলিশ অধিনায়ক হিসেবে সর্বাধিক ফিফটি বা বা তার বেশি রান করেছেন রুট। অধিনায়ক হিসেবে অজিদের বিপক্ষে ১১ বার পঞ্চাশোর্ধ্ব রান করলেন ‘ক্যাপ্টেন রুট’।
এর আগে পিটার মে অধিনায়ক থাকাকালীন অজিদের বিপক্ষে ১০টি ফিফটি করেছিলেন।
ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি ফিফটি বা তার বেশি রান করার রেকর্ডও গড়লেন রুট। মোট সাতবার অজিদের মাটিতে পঞ্চাশোর্ধ্ব রান করেছেন এই ৩০ বছর বয়সী ব্যাটার। এর আগে সাবেক ইংলিশ অধিনায়ক অর্চি ম্যাকলরেন অস্ট্রেলিয়ায় গিয়ে ৬টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেয়েছিলেন।
তবে এত কীর্তি গড়ার দিনেও হাসিমুখে নেই রুট। স্বাগতিকদের চেয়ে এখনো ২৭৬ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৯৭ রান করতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা।
দ্বিতীয়দিন ৯ উইকেটে ৪৭৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। ২ উইকেটে ১৭ রান নিয়ে তৃতীয়দিন শুরু করে সফরকারীরা।
পাঁচ অ্যাশেজ সিরিজে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অজিরা।