অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর|| বায়ার্ন মিউনিখের জার্সিতে বুন্দেসলিগায় চলতি বছরে ৪৩তম গোল পেয়েছেন রবার্ট লেভানদোভস্কি। এক বর্ষপঞ্জিতে লিগে সর্বোচ্চ গোলে পোলিশ স্ট্রাইকার ভেঙে দিয়েছেন জার্ড মুলারের রেকর্ড।
১৯৭২ সালে বায়ার্নের জার্সিতে এই রেকর্ডটি গড়েছিলেন সাবেক জার্মান স্ট্রাইকার। আগের ম্যাচে স্টুটগার্ডের বিপক্ষে জোড়া গোল করে হয়ে সেই রেকর্ডে ভাগ বসান লেভা।
৪২ গোল নিয়ে বায়ার্নের পোলিশ তারকা বসেন মুলারের পাশে।
এবার ভলসবুর্গের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ভলি থেকে গোল করে রেকর্ডটি নিজের করে নেন লেভা। বছর শেষ হওয়ার আগে ঘরের মাঠ অ্যারিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নও পেল ৪-০ গোলের জয়।
মুলারের রেকর্ড ভাঙা ছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদোর এক কীর্তিতে ভাগ বসিয়েছেন লেভা। ৩৩ বছর বয়সী তারকা ২০২১ সালে গোল করেছেন ৬৯টি। ২০১৩ সালে সমান গোল করেছিলেন পর্তুগিজ উইঙ্গার।
তবে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ গোলে শীর্ষে থাকা লিওনেল মেসিকে ধরা হলো না পোলিশ গোলমেশিনের। ২০১২ সালে বার্সেলোনার হয়ে রেকর্ড ৯১ গোল করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।