অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। অন্য দেশকে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য দেওয়ার চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হয়েছে। ফেঁসে যাওয়া ওই প্রকৌশলী ফেডারেল সরকারের প্রতিরক্ষা বিভাগের ঠিকাদার হিসেবে কয়েক দশক ধরে কাজ করেছেন।
ভয়েস অব আমেরিকা জানায়, রাশিয়ার এজেন্ট ভেবে একজন ছদ্মবেশী এফবিআই কর্মচারীকে গোপনীয় তথ্য দিতে যাচ্ছিলেন প্রকৌশলী জন মারে রো জুনিয়র।
কেন্দ্রীয় কর্মকর্তারা জানান, এফবিআই সাউথ ডাকোটার ৬৩ বছরের ওই ব্যক্তির বিরুদ্ধে একটি গোপন অভিযান পরিচালনা করে।
এর আগে তাকে সম্ভাব্য অভ্যন্তরীণ হুমকি হিসেবে চিহ্নিত করা হয় এবং নিরাপত্তা লঙ্ঘনের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তদন্তের অংশ হিসেবে ২০২০ সালের মার্চে রাশিয়ার এজেন্ট সেজে জনের সঙ্গে যোগাযোগ করে ছদ্মবেশী এফবিআই কর্মচারী। এরপর তাদের মধ্যে ৩ শতাধিক ইমেইল আদান-প্রদান হয়।
আদালতের নথি অনুসারে, জন একটি ইমেইলে যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধবিমান সম্পর্কে তথ্য প্রদান করেন। অন্যটিতে বলেছেন, ‘যদি আমি এখানে চাকরি না পাই তবে অন্য দলের জন্য কাজ করব। ’
বিদেশি সরকারকে সহায়তা করার জন্য জাতীয় প্রতিরক্ষা তথ্য দেওয়ার চেষ্টা করার অভিযোগে তাকে বুধবার সাউথ ডাকোটার লিড থেকে গ্রেপ্তার করা হয়। এই ধরনের অভিযোগের শাস্তি সম্ভাব্য যাবজ্জীবন কারাদণ্ড।
আইনজীবীরা বলছেন, জন প্রায় ৪০ বছর ধরে প্রতিরক্ষা ঠিকাদারদের পরীক্ষা প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। তার নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র ছিল।
২০১৮ সালের মার্চে মহাকাশ সংক্রান্ত বিষয়ে জড়িত একটি বেনামি কোম্পানি থেকে জনকে বরখাস্ত করা হয়। তখন তিনি একটি গোপন স্থানে তথ্য নেওয়ার জন্য থাম্ব ড্রাইভ আনার চেষ্টা করেন।