অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর|| তিন টি-টোয়েন্টি ও সমান ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সফরের মাঝপথেই দেশে ফিরে যেতে হচ্ছে ক্যারিবিয়ানদের।
সফরকারীদের শিবিরে করোনার আক্রান্তের সংখ্যা বাড়ায় স্থগিত হয়েছে পাকিস্তান-উইন্ডিজের ওয়ানডে সিরিজ। করাচিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরতে হচ্ছে ক্যারিবিয়ানদের।
মোট ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন উইন্ডিজের। টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচের আগে কভিড-১৯ পজিটিভ হয়েছেন ব্যাটার শাই হোপ, বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। এছাড়া উইন্ডিজের সহকারী কোচ রোচি ইস্টউইক ও দলের ফিজিশিয়ান অক্ষয় মানসিংহের পজিটিভ রিপোর্ট আসে।
এর আগে, বায়োবাবলে থাকার পরও সিরিজ শুরুর একদিন আগে তিন ক্যারিবিয়ান ক্রিকেটারসহ মোট চারজনের কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। সেই তিন ক্রিকেটার হলেন— শেলডন কটরেল, রোস্টন চেজ, কাইল মায়ার্স।
নতুন সূচিতে স্থগিত হওয়া এই ওয়ানডে সিরিজ হবে আগামী বছরের জুনে।