অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর|| অ্যাশেজে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে অজিদের মাঠে নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ।
কভিড-১৯ আক্রান্ত এক ব্যক্তির সান্নিধ্যে আসায় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া গোলাপি বলের টেস্টে নেই কামিন্স। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সিদ্ধান্ত হয় ২৮ বছর বয়সী পেসারের না থাকার বিষয়ে।রাতে এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন কামিন্স। কিন্তু তার পাশের টেবিলের একজনের করোনা ধরা পড়ে। যার ফলে জৈব সুরক্ষা বলয় না ভেঙেও হোটেলে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে টেস্ট র্যাঙ্কিংয়ের এই শীর্ষ বোলারকে।
কামিন্সের পরিবর্তে দিবারাত্রির টেস্টে একাদশে সুযোগ পেয়েছেন মাইকেল নেসার। অ্যাডিলেড টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছে তার। এর আগে চোটের কারণে জশ হ্যাজলউড ছিটকে যাওয়ায় এই টেস্টে সুযোগ পেয়েছেন পেসার ঝাই রিচার্ডসন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অ্যাডিলেড টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে ৮৬ রান করেছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে আছেন ওপেনার ডেভিড ওয়ার্নার (৫০) ও মার্নাস লাবুশানে (২৬)। ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।যৌন কেলেঙ্কারির অভিযোগ টিম পেইন সরে দাঁড়ানোয় অ্যাশেজে কামিন্সকে অধিনায়ক করেছে অস্ট্রেলিয়া। সহ-অধিনায়ক করা হয় স্মিথকে। এবার কামিন্স না থাকায় ৩২ বছর বয়সী ব্যাটার নেতৃত্ব দিচ্ছেন অজিদের।
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল-টেম্পারিং কেলেঙ্কারির পর অজিদের নেতৃত্ব হারান স্মিথ। যে কারণে এক বছর নিষিদ্ধও হন তিনি। এরপর এই প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন স্মিথ।