অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। সুরক্ষামূলক আদেশ অমান্যের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল স্ল্যাটার। এই নিয়ে দুই মাসের ব্যবধানে দুইবার গ্রেপ্তার হলেন তিনি।
গত অক্টোবরে পারিবারিক সহিংসতার অভিযোগে ৫১ বছর বয়সী তারকাকে সিডনি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। স্ল্যাটারকে ফের গ্রেপ্তার করা হয়েছে বুধবার।
আপত্তিকর ৬৬ মেসেজ ও ১৮টি কলের অভিযোগ উঠেছে সাবেক অজি ব্যাটারের বিরুদ্ধে। আগের দেওয়া সহিংসতার আদেশ লঙ্ঘনের কারণে ফের গ্রেপ্তার হলেন তিনি।
আদালত শুনানিতে জানায়, স্ল্যাটার অ্যালকোহল ডিসঅর্ডারের চিকিৎসা নিচ্ছেন। এক প্রসিকিউটর জানান, তার পাঠানো এসব মেসেজ ‘হয়রানিমূলক এবং অত্যন্ত আপত্তিকর’।
স্ল্যাটারের আইনজীবী জেমস ম্যাকলাফলিন ম্যাজিস্ট্রেটকে জানান, অ্যালকোহলের কারণে তার ক্লায়েন্ট ‘ভুল করে বসেছেন’।
এই সাবেক ব্যাটার অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের হয়ে ১৯৯৩ থেকে ২০০১ পর্যন্ত ৭৪ টেস্ট ও ৪২টি ওয়ানডে খেলেছেন।
খেলোয়াড়ি জীবন শেষে বেশ হাই-প্রোফাইল ক্রিকেট ধারাভাষ্যকার হয়ে ওঠেন স্ল্যাটার। তবে এই বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেন ছাড়েন তিনি।