অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। বার্সেলোনাকে হারিয়ে ম্যারাডোনা কাপের শিরোপা জিতেছে বোকা জুনিয়র্স। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির স্মরণে প্রথমবার আয়োজিত হয়েছে এই টুর্নামেন্ট।
প্রথম আসরেই শিরোপা গেল ডিয়েগো ম্যারাডোনার ঘরের ক্লাব বোকায়। আর্জেন্টাইন ক্লাবটির হয়ে দুই মেয়াদে খেলেছেন ছিয়াশির মহানায়ক।
পেশাদারি ক্যারিয়ারের ইতিও টানেন বোকার জার্সিতে।
এছাড়া নাপোলিতে যোগ দেওয়ার আগে বার্সার হয়েও খেলেছেন ম্যারাডোনা। বৃহস্পতিবার ‘ফুটবল ঈশ্বর’র স্মরণে সৌদি আরবের রিয়াদের মারসুল পার্কে মুখোমুখি হয় এই ফুটবল কিংবদন্তির দুই সাবেক ক্লাব।
বার্সার কোচ হিসেবে প্রথম শিরোপা জয়ের হাতছানি ছিল জাভির সামনে। তার জন্য দ্বিতীয় দফায় ক্যাম্প ন্যুয়ে আসা অভিজ্ঞ রাইট-ব্যাক দানি আলভেসকেও মাঠে নামান তিনি। কিন্তু লড়াইয়ে শেষ হাসি হাসল বোকা।
নির্ধারিত ৯০ মিনিট ১-১ ব্যবধানে সমতায় থাকার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। ভাগ্যের খেলায় ৪-২ ব্যবধানে জিতে শিরোপা উৎসবে মেতে ওঠে বোকা জুনিয়র্স।
এর আগে, প্রথমার্ধে ম্যাচে দাপট দেখায় বার্সা।
তবে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যেতে হয় দুই দলকে। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় কাতালান জায়ান্টরা। ৫০তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন ফেরান ব্লাঙ্ক। ৭৭তম মিনিটে বোকাকে সমতায় ফেরান এক্সেকুয়েল জেবায়োস।
আর্জেন্টিনাকে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনার স্মরণে এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন তার সাবেক স্ত্রী ক্লদিয়া ও দুই কন্যা দালমা ও জিয়ান্নিনা।
২০২০ সালের ২৫ নভেম্বর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে ৬০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা।