অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। জাতীয় নিরাপত্তার স্বার্থে চারধামের যাত্রা পথে উত্তরাখন্ডের রাস্তা আরও চওড়া করতে অনুমতি দিল দেশের শীর্ষ আদালত।
রাস্তা চওড়া করতে চেয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সুপ্রিম কোর্টের কাছের কাছে আবেদন করে। কেন্দ্র শীর্ষ আদালতে জানায় রাস্তার অপর প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই চিন হেলিপ্যাড বানাচ্ছে। এই পরিস্থিতে জাতীয় নিরাপত্তার স্বার্থেই রাস্তা চওড়া করা দরকার। এই আবেদন মঞ্জুর মঙ্গলবার মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।
এদিন বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষেই রায় দিয়ে বলেন, “দেশের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয়।”
এইদিন নিজেদের পর্যবেক্ষণে বিচারপতিরা বলেন প্রতিরক্ষামন্ত্রকের যুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেনার যাতায়াতের কথা ভাবতে হবে। সামরিক সরঞ্জাম নিয়ে যাতে তাঁরা কোন বাধার মুখোমুখি না হন।সুপ্রিম কোর্টের তিন বিচারপতি আরও বলেন পাশাপাশি সবুজ এবং প্রকৃতিকে রক্ষার কথাও ভাবতে হবে।
উল্লেখ্য, চারধাম যাত্রা প্রকল্পে উত্তরাখণ্ডে রাস্তা আরও চওড়া করার বিষয়ে সুপ্রিম কোর্টের আপত্তি করেছিল অলাভজনক সংস্থা ‘গ্রিন ডুন’। তাদের যুক্তি ছিল, পরিবেশ রক্ষার্থেই এই রাস্তা চওড়া করা উচিত হবে না। ‘গ্রিন ডুন’-এর যুক্তি মাথায় রেখে পরিবেশ রক্ষার বিষয়টিও যাতে যথাযথভাবে দেখা হয় তার জন্য এদিন একটি কমিটি গঠন করার কথা বলেছেন বিচারপতিরা।
রাস্তা যথাযথ ভাবে পরিবেশবান্ধব পদ্ধতি মেনে বানানো হচ্ছে কিনা তা দেখভাল করবে এই কমিটি। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এ কে সিক্রি এই কমিটির মাথায় থাকবেন।