অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। ইন্দোনেশিয়ায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইস্ট নুসা তেঙ্গারা এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে বলে সোমবার সকালে জানায় দেশটির আবহাওয়া বিভাগ।
আলজাজিরা জানিয়েছে, সুনামি সতর্কতা জারির পর ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন কয়েকটি এলাকার বাসিন্দারা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টার ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৭ হতে পারে বলে অনুমান করছে।
অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসের প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্যাসিফিক ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটিতে প্রায়শই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনাও ঘটে।