Distribution: মহারাজা কিরীট বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম দিবস উপলক্ষ্যে এডিসির উদ্যোগে ৮ হাজার কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, জিরানিয়া, ১৩ ডিসেম্বর।। আজ এডিসির উদ্যোগে মহারাজা কিরটি বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম দিবস উপলক্ষ্যে এডিসির উদ্যোগে বিভিন্ন জোন্যাল এলাকার দুঃস্থ গরীবদের মধ্যে ৮ হাজার কম্বল বিতরণ করা হয়। এউপলক্ষ্যে কিন্তুা সাবজোন্যাল এলাকার নিত্য বাজারে গোমতী জোন্যালের কম্বল বিতরণ অনুষ্ঠান সূচনা করেন মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া।

শুরুতে মহারাজা কিরটি বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। এরপর অনুষ্ঠানের অতিথিরা মহারাজার প্রতিকৃতিতে একে একে করে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।

 

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া বলেন মহারাজা কিরটি বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে দিয়ে মহারাজা কিরটি বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে শ্রদ্ধা জানিয়ে তার জন্ম দিনে কম্বল বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি জানান সমাজকে সম্মান জানানোর লক্ষ্যেই বিভিন্ন সমাজ পতিদের ভাতা দেওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জোন্যালের চেয়ারম্যান সূর্য্যাবাসী মলসম, যুগ্ম চেয়ারম্যান সুবোধ জমাতিয়া, সমাজসেবীন্বয় সাধনমনি জমাতিয়া, আথাংমনি জমাতিয়া। স্বাগত ভাষণ রাখেন গোমতী জোন্যালের জোন্যাল আধিকারিক দিলীপ ত্রিপুরা।

 

এদিকে শিকারী বাড়ীতে ধলাই জোন্যালের ২০০টি কম্বল বিতরণ করার কাজ শুভ সূচনা করেন উপ-মুখ্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা। এসংবাদ জানান অতিরিক্ত জোন্যাল আধিকারিক সিংহ মোহন ত্রিপুরা।

অন্যদিকে তুলাশিককে খোয়াই জোন্যালের ২০০টি কম্বল বিতরণ করার কাজ শুভ সূচনা করেন স্বাস্থ্য প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জোন্যালের চেয়ারম্যান বিশু দেববর্মা, ভাইস চেয়ারম্যান খগেশ দেববর্মা। এসংবাদ জানান খোয়াই জোন্যালের জোন্যাল আধিকারিক ভানলাল দিকা ডার্লং।

 

এছাড়াও সিপাহীজলা জোন্যালের পদ্মনগর বিশ্রামগঞ্জ ও মোহনভোগ এই তিনটি জায়গায় কম্বল বিতরণ করা হয়। এই বিতরণ করেন সিপাহীজলা জোন্যাল উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা এমডিসি উমাশঙ্কর দেববর্মা। এসংবাদ জানান সিপাহীজলা জোন্যালের জোন্যাল আধিকারিক অজিত দেববর্মা।

এছাড়া দক্ষিণ জোন্যালের রতনপুর ও কলসীমুখ এই কম্বল বিতরণ করার কাজ শুভ সূচনা করেন দক্ষিণ জোন্যালের চেয়ারম্যান তথা এমডিসি দেবজিৎ ত্রিপুরা। এই জোন্যাল এলাকায় মোট ৯১০টি কম্বল বিতরণ করা হবে বলে দক্ষিণ জোন্যালের জোন্যাল আধিকারিক বিমল জমাতিয়া জানান।

 

তাছাড়া রাজ কান্দিতে ঊনকোটি জোন্যাল ২০০টি কম্বল বিতরণ করার কাজ শুভ সূচনা করেন। এমডিসি ধীরেন্দ্র দেববর্মা। এসংবাদ জানান ঊনকোটি জোন্যালের জিন্যাল আধিকারিক সূধন দেববর্মা।

তাছাড়াও দশদা সাবজোন্যাল এলাকায় তাঁইসামাতে উত্তর জোন্যালের ১০২টি কম্বল বিতরণ করার কাজ শুভ সূচনা করেন উত্তর জোন্যালের চেয়ারপার্সন দীপালী রিয়াং। এসংবাদ জানান উত্তর জোন্যালের জোন্যাল আধিকারিক প্রদীপ কুমার মলসই।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?