Lok Adalat: রাজ্যে লোক আদালত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ ডিসেম্বর||  রাজ্য আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার রাজ্যে লোক আদালত অনুষ্ঠিত হয়। মোট 2538 টি মামলা নিষ্পত্তির জন্য উঠে। পরিকাঠামোগত সমস্যাসহ নানা কারণে রাজ্যে মামলার পাহাড় জমে উঠেছে।  মামলার দ্রুত নিষ্পত্তি করা কষ্টকর হয়ে উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্য আইনসভা কর্তৃপক্ষ রাজ্যে প্রতিনিয়ত লোক আদালত সংঘটিত করে চলেছে। লোক আদালতের ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। শনিবার রাজ্য আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে রাজ্যের সর্বত্র লোক আদালতের আয়োজন করা হয়। আইনসভা কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন শনিবার মোট 2538 মামলার শুনানির জন্য ওঠে।

এরমধ্যে সাতশতটি  বিচারাধীন মামলা। রাজ্যের বিভিন্ন স্থানে মোট 54 টি লোক আদালত অনুষ্ঠিত হয় শনিবার। উচ্চ আদালতে মোট একত্রিশে মামলা নিষ্পত্তির জন্য উঠে। পশ্চিম ত্রিপুরা জেলায় মোট 12 টি আদালতে  মামলার  শুনানি ও নিষ্পত্তি হয়।রাজ্য আইনসভা কর্তৃপক্ষের তরফে জানানো হয় লোক আদালতে যেসব মামলা উত্থাপিত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে মোটর যান সংক্রান্ত মামলা, পারিবারিক মামলা সহ অন্যান্য মামলা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?