Attack: নাইজেরিয়ার মসজিদে হামলায় ১৬ জন নিহত

অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে মসজিদে হামলায় ১৬ জন মুসল্লি নিহত হয়েছে এবং অন্যদের অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা।

 

স্থানীয় সরকারের প্রতিনিধি আল হাসান ইসা মাজাকুকা জানান, বৃহস্পতিবার নাইজার রাজ্যের মাশেগু এলাকার বা’আর গ্রামে কয়েক ঘণ্টা ধরে হামলা চালানো হয়।

 

তিনি বলেন, কয়েক ডজন আততায়ী মোটরসাইকেল নিয়ে গ্রামে ঢুকে মসজিদে নামাজিদের হত্যা ও লুটপাট করে।

 

তবে নাইজেরিয়ার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা নয় বলে উল্লেখ করে।

 

এই ধরনের হামলায় হতাহতের সংখ্যা কম করে দেখানোর জন্য অতীতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

 

উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় সহিংসতা বেড়ে যাওয়ার পর এই আক্রমণ ছিল সাম্প্রতিকতম। সেখানকার সশস্ত্র দলগুলো প্রত্যন্ত অঞ্চলে মুক্তিপণের জন্য স্থানীয়দের ওপর আক্রমণ, হত্যা ও অপহরণ করছে।

 

গত সপ্তাহে জানা যায়, পশ্চিম আফ্রিকার দেশটির অশান্ত উত্তরাঞ্চলের আরেক অংশে ২৩ জনের বেশি পর্যটককে হত্যা করা হয়েছে।

 

আক্রমণকারীদের বেশির ভাগ দলই ফুলানি জাতিগোষ্ঠীর যুবকদের নিয়ে গঠিত। ঐতিহ্যগতভাবে ওই সব যুবক পশুপালক হিসেবে কাজ করত। পানি ও চারণভূমি দখল নিয়ে হাউসা কৃষক সম্প্রদায়ের সঙ্গে তাদের কয়েক দশক ধরে দ্বন্দ্ব চলছে।

 

নাইজেরিয়ার একজন গভর্নর সম্প্রতি বলেছেন, এ ধরনের বেআইনি দলের সংখ্যা ১৫০টিরও বেশি। সম্প্রতি একটি আদালত তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

 

ক্রমবর্ধমানভাবে এ বন্দুকধারীরা সংগঠিত হলেও প্রকাশ্যে তারা কোন রাজনৈতিক লক্ষ্য বা উদ্দেশ্যের কথা ঘোষণা করেনি এখনো।

 

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?