স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ ডিসেম্বর|| রাজ্য সরকারের স্কুল বেসরকারীকরণ নীতির বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে এসএফআই – টিএসইউ প্রতিবাদে অব্যাহত রয়েছে। গত ২রা ডিসেম্বর রাজ্যের শিক্ষা দপ্তর জারী করা “পলিসি টু রেগ্যুলেট এন্ড অ্যঙ্কারেজ প্রাইভেট পার্টিশিপেসন ইন স্কুল এডুকেশন ইন ত্রিপুরা” নামক নোটিফিকেশনের বিরুদ্ধে এসএফআই খোয়াই শহরে প্রতিবাদে গর্জে উঠে। এদিন সুভাষ পার্ক বাজারে ছাত্র বিক্ষোভ করা হয়। এই বিক্ষোভে স্কুল বেসরকারীকরণের জন্য গৃহীত পলিসি পুড়ানো হয়।
প্রতিবাদ কর্মসূচীতে নেতৃত্ব দেন এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক নারায়ণ নমঃদাস বিভাগীয় সভাপতি প্রিয়তোষ দেব প্রমুখ। এসএফআই এর উদ্যোগে ধর্মনগরের নয়াপাড়া রোডে অনুরূপ একটি কর্মসূচী অনুষ্ঠিত হয়। এখানে বেসরকারীকরণের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা শ্লোগানে শ্লোগানে সোচ্চার হন। জ্বালানো হয় বেসরকারীকরণের ছাত্র ও শিক্ষা বিরোধী নীতির কপি। এদিন ধর্মনগরে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসএফআই বিভাগীয় সম্পাদক অর্জুন নাথ ও সভাপতি সলমান খান সহ অন্যান্য ছাত্র নেতৃত্বরা।
বিশালগড়ের অফিসটিলায় স্কুল বেসরকারীকরণের নীতি বাতিল করার দাবীতে বিক্ষোভ শেষে পুড়ানো হয় পলিসির কপি। প্রতিবাদ কর্মসূচীতে নেতৃত্ব দেন এসএফআই বিশালগড় বিভাগীয় সম্পাদক পুলস্ত চক্রবর্তী ও সভাপতি দেবাশিস দেবনাথ সহ অন্যান্য ছাত্র নেতৃত্বরা। এসএফআই টিএসইউ তরফে বেসরকারীকরণের বিরুদ্ধে বিভিন্ন মহকুমায় প্রতিবাদ চলবে। রাজ্য সরকার শিক্ষা বিরোধী নীতি দ্রুত প্রত্যাহার না করলে এসএফআই টিএসইউ রাজ্যজুড়ে আরো বৃহত্তর ছাত্র আন্দোলন তৈরী করা হবে।