স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ ডিসেম্বর|| আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারশন ত্রিপুরা রাজ্য কমিটি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সর্বশেষ টেট-১, টেট-২ পরীক্ষার প্রশ্নোত্তর নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। পরীক্ষার টেন্টেটিভ আনসার ও পরবর্তী সময়ে প্রকাশিত ফাইন্যাল আনসার কী’র নিয়ে এই বিভ্রান্তি তৈরী হয়েছে। এতে পরীক্ষার্থী সহ সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরী হয়েছে। টিআরবিটি’র মত শিক্ষক নিয়োগ বিষয়ক একটি সংস্থা সম্পর্কে এই প্রশ্ন উঠা অস্বাভাবিক ও অপ্রত্যাশিত। যদিও এর জন্য খোদ টিআরবিটি’ই দায়ি।প্রশ্নোত্তর সংক্রান্ত এই বিভ্রান্তি দূর করতে টিআরবিটি-কে দ্রুত সুস্পষ্ঠ ভূমিকা গ্রহন করতে হবে। ২) কোনভাবেই যেন প্রশ্নোত্তর বিভ্রান্তিতে পরীক্ষার্থীদের নম্বর কমে না যায় সে-দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ৩) টেট-১, টেট-২ পরীক্ষা প্রতিবছর ধারাবাহিকভাবে গ্রহন করতে হবে।