Complain: গুজরাটে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে তিক্ত অভিজ্ঞতা ত্রিপুরার বিজেপি বিধায়কের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর|| গুজরাতে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অব্যবস্থার অভিযোগ  করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক পরিমল দেববর্মা।

বিধায়ক পরিমলদা বোমাসহ 7 জন বিধায়ক শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন গুজরাটে। শিক্ষামূলক ভ্রমণে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা তিনি ফেসবুকে পোস্ট করেন । তাতে রীতিমতো বিতর্কে জ্বর বইতে শুরু করেছে। বিজেপি শাসিত গুজরাতে আরেক বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার ৭ বিধায়ককে উপযুক্ত মর্যাদা না দেওয়ার অভিযোগ  তুলেছেন বিধায়ক পরিমল দেববর্মা। তিনি ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন।

বিজেপি শাসিত গুজরাতে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অব্যবস্থার অভিযোগে সরব ত্রিপুরার বিজেপি বিধায়ক

ঘটনা সামনে আসতেই কটাক্ষ করতে দেরি করেনি বিরোধীরা। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের সাফাই, প্রোটোকল অফিসারের সঙ্গে কমিউনিকেশন গ্যাপের কারণে সমস্যা হয়েছিল। যোগাযোগ করার পর তা মিটে গিয়েছে। আমবাসার বিধায়ক লিখেছেন, আমরা ত্রিপুরা বিধানসভার এস্টিমেট কমিটির সদস্যরা গুজরাতে এসেছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, বলতে খারাপ লাগছে, আমদাবাদ পৌঁছনোর পর রাত্রিবাসের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে রাতে থাকার মতো কোনও ভাল ব্যবস্থা বা খাবার নেই। আমবাসার বিজেপি বিধায়কের অভিযোগ, গুজরাত সরকারের তরফে ত্রিপুরার জনপ্রতিনিধিদের জন্য সার্কিট হাউসে যে রাত্রিবাসের ব্যবস্থা করা হয়, তা মোটেও ভাল ছিল না। বিধায়ক পরিমল দেববর্মা জানিয়েছেন, পৌঁছনোর পর থেকেই চূড়ান্ত অব্যবস্থা। থাকার ভাল জায়গা নেই। রাতে খাবার বাইরে থেকে আনাতে হয়েছে। ঘটনা সামনে আসতেই আক্রমণ শানাতে শুরু করেন বিরোধীরা। গুজরাত সরকারের অতিথি আপ্যায়নের ধরন নিয়ে ত্রিপুরার বিজেপি বিধায়ক সরব হতেই পুরনো প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে তৃণমূল।সিপিএমের দাবি, প্রধানমন্ত্রীর রাজ্যে মর্যাদাহানির শিকার হয়েছেন ত্রিপুরার বিজেপি বিধায়করা। বিশালগড়ের সিপিএম বিধায়ক ভানুলাল সাহার কথায়, একই দল পরিচালিত সরকার দুই রাজ্যে। আমাদের ছোট রাজ্য ঠিকই। কিন্তু বিধায়কদের মর্যাদা তো একই হওয়ার কথা। আমাদের রাজ্যের বিধায়কদের সঙ্গে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?