Rescued: পরিত্যক্ত ডোবা থেকে মদমত্ত এক ব্যক্তিকে অচৈতন‍্য অবস্থায় উদ্ধার

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ৯ ডিসেম্বর|| উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পদ্মপুর এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মদমত্ত এক ব্যক্তিকে অচৈতন‍্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে দমকল বাহিনীর জওয়ানরা। মদের নেশার ঠেলায় এক ব্যক্তির লুকোচুরি খেলা পরিত্যক্ত ডোবার জলে।সন্ধ্যা রাতে মদের নেশার ঠেলায় মাখন নাথ নামের এক ব্যক্তি লুকোচুরি খেলা শুরু করে পরিত্যক্ত ডোবার জলে।কুলমান বাঁচাতে শীতের রাতে ডোবার জলে লুকিয়ে ঠান্ডায় অচৈতন্য ব্যাক্তিকে দমকল কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে সে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।জান গেছে,বুধবার রাত আটটা থেকে সাড়ে আটটা নাগাদ ধর্মনগর থানাধীন পদ্মপুর এলাকার হরিচাঁদ রোডের আখড়া সংলগ্ন এলাকার জনগণ প্রত্যক্ষ করেন এক ব্যক্তি মদমত্ত অবস্থায় শীতের রাতে একটি পরিত্যক্ত ডোবার জলে হাবুডুবু খাচ্ছে। স্হানীয় জনগণ ডোবার জল থেকে তুলার চেষ্টা করলে ঐ ব্যক্তি মানুষজন দেখে লুকোচুরি শুরু করেন ।জানা যায় ডোবার জলে লুকোচুরি করা ব্যক্তি মঙ্গলকালি এলাকার মাখন নাথ(৪১)। নাছোড়বান্দা মাখন বাবুকে ডোবার জল থেকে তুলতে না পেরে খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিস ও থানায়। ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌঁছায় দমকল কর্মী ও পুলিশ। কিন্তু ততক্ষণে ডোবার ঠান্ডা জলে অচৈতন্য হয়ে পড়ে ঐ ব্যক্তি। অচৈতন্য অবস্থায় দমকল কর্মীরা মাখনকে উদ্ধার করে নিয়ে যান ধর্মনগর জেলা হাসপাতালে।তবে ডোবার ঠান্ডা জলে অসুস্থ হয়ে পড়া মাখন বাবু বর্তমানেও জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলকালি এলাকা থেকে পদ্মপুর এলাকায় এসে এভাবে শীতের রাতে পরিত্যক্ত ডোবার জলে পড়ার ঘটনা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। কিভাবে এ ঘটনা ঘটেছে তা অবশ্য এখনও নিশ্চিত ভাবে কেউই বলতে পারছেন না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?