স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ আগস্ট।। কোভিডের জেরে অনেই ক্ষেত্রেই বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাজার স্থানান্তর, বড় পরিসরে পরিষেবা প্রদান, নির্ধারিত যাত্রী নিয়ে যান চলাচল, মাস্ক পরিধান বাধ্যতা মূলক করা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ একাধিক বিষয় রয়েছে। সেই ধারাতেই ত্রিপুরা বিধানসভার অধিবেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিধানসভা কক্ষ্যের মধ্যে নয়।
এই অধিবেশন বসবে অন্যত্র। বড় পরিসর এবং খোলা মেলা স্থানে এই অধিবেশন করার চিন্তা ভাবনা করা হচ্ছে। সেই ক্ষেত্রে রাজধানীর হ্যারিটেজ পার্কে বিধানসভা অধিবেশন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে চুরান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রস্তুতি রাখা হচ্ছে। সেই মোতাবেক রবিবার হ্যারিটেজ পার্কে চলে সাফাই অভিযান।
নির্দিষ্ট করে কোন নির্দেশিকা না আসলেও আগাম ব্যবস্থা হিসাবে পার্ক সাফাই করা হচ্ছে বলে জানান বন দপ্তরের কর্মীরা। এদিন নেহেরু পার্কে অনুরূপ ভাবে নেহেরু পার্কে সাফাই করা হয়। আগাছা সাফাই করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে পার্ক গুলিকে।