অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর|| সব স্বপ্ন ধূলিসাৎ বার্সেলোনার। বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জাভির দল।
১৭ বছর পর এবারই প্রথম ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারল না বার্সা। ২০০৩-০৪ মৌসুমে শেষবার শেষ ষোলোয় জায়গা পেতে ব্যর্থ হয়েছিল কাতালান জায়ান্টরা।বায়ার্ন আগেই পরের রাউন্ডের টিকিট কেটে রাখায় তাদের সঙ্গী হওয়ার জন্য লড়াইটা ছিল বার্সা ও বেনফিকার মধ্যে। শেষ ষোলোয় যেতে হলে জিততে হতো দুই দলকেই।
যদি ডায়নামো কিয়েভের বিপক্ষে বেনফিকা ড্র করত তবে বায়ার্নের কাছে হারলেও ক্ষতি ছিল জাভির শিষ্যদের। জার্মান সফরে গিয়ে বার্সা হেরেছেও। দর্শকবিহীন অ্যালিয়েঞ্জ অ্যারেনার বরফে ভিজল কাতালোনিয়ানরা।
অ্যাওয়ে ম্যাচে বায়ার্নের বিপক্ষে ৩-০ গোলে উড়ে গেল বার্সা। এর আগে প্রথম লেগে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে সমান ব্যবধানে বাভারিয়ানদের কাছে হেরেছিল তারা।কিন্তু গ্রুপের আরেক ম্যাচে কোনো ভুলে করেনি বেনফিকা। নিজেদের মাঠে পর্তুগিজ ক্লাবটি ২-০ গোলে ডায়নামো কিয়েভকে হারিয়ে দেয়।সেই সঙ্গে ৮ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপ থেকে শতভাগ জয় পাওয়া বায়ার্নের সঙ্গী হয় বেনফিকা।
এদিকে, ৭ পয়েন্ট নিয়ে তিনে নেমে যাওয়া বার্সার ঠাঁই হচ্ছে ইউরোপা লিগে। এই প্রতিযোগিতায় নকআউট রাউন্ডে প্লে-অফ খেলতে হবে জাভির দলকে।
বার্সাকে পেলেই যেন জ্বলে ওঠে বায়ার্ন। করোনার কারণে ঘরের মাঠে দর্শক না থাকলেও উদ্যাপনে কমতি ছিল না হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যদের। ৩৪তম মিনিটে লেওয়ানদভস্কির ক্রসে হেড থেকে বায়ার্নকে এগিয়ে দেন মুলার।
৪৩তম মিনিটে কোম্যানের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন সানে। আলফনসো ডেভিসের পাসে বার্সার জালে শেষ বলটি পাঠান মুসিয়ালা।
গোলের সুযোগ পেয়েছিল বার্সাও। কিন্তু জর্দি আলবা-ওসমানে দেম্বেলেরা পরাস্ত করতে পারেননি বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে।
ইউরোপা লিগের ড্র হবে আগামী সোমবার, সুইজারল্যান্ডের নিয়নে। বার্সা খেলবে ইউরোপা লিগের কোনো গ্রুপের রানার-আপের বিপক্ষে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে তারা পেতে পারে রেঞ্জার্সকে।