Messi: পেলের রেকর্ড ভেঙে রোনালদোর পাশে বসলেন মেসি

অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর|| চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।

তার মধ্যে এমবাপ্পে ভেঙে দিয়েছেন মেসির এক রেকর্ড। সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগে ৩০ গোলের রেকর্ড দখলে নিলেন ফরাসি ফরোয়ার্ড।ক্লাব ব্রুগের বিপক্ষে জোড়া গোলে ইউরোপের সবচেয়ে বড় এই আসরে এমবাপ্পের গোল সংখ্যা এখন ৩১। ২২ বছর ৩৫২ দিন বয়সে এই কীর্তি গড়লেন তিনি। সেই সঙ্গে ভাঙলেন মেসির রেকর্ড। আর্জেন্টাইন ফরোয়ার্ড ২৩ বছর ১৩১ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন।

 

সতীর্থের কাছে রেকর্ড হারালেও অন্য দুই রেকর্ডে নিজের নাম জড়িয়েছেন মেসি। পেশাদারি ফুটবলে সর্বোচ্চ গোলের তালিকায় পেলেকে টপকে গেছেন ৩৪ বছর বয়সী তারকা।

দেশের ও ক্লাবের হয়ে ৭৫৭ গোল করেছেন পেলে। ক্লাব ব্রুগের বিপক্ষে নিজের প্রথম গোলটি করে ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ডে ভাগ বসান মেসি। দ্বিতীয় গোলে যান ছাড়িয়ে।

৭৫৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেসি।

এই অভিজাত তালিকায় রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ীর ওপরে আছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। পেশাদারি ফুটবলে পর্তুগিজ উইঙ্গার গোলসংখ্যা ৮০১।

সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও অন্য একটি রেকর্ডে চির প্রতিদ্বন্দ্বীর পাশে বসেছেন মেসি। চ্যাম্পিয়নস লিগে ৩৮টি ভিন্ন দলের বিপক্ষে গোল পেয়েছেন তিনি। এই রেকর্ডের চেয়ারটি যুগ্মভাবে ভাগাভাগি করছেন রোনালদো-মেসি।

 

চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে পঞ্চম গোল পেলেন মেসি। এই প্রতিযোগিতায় সাবেক বার্সেলোনার গোল সংখ্যা দাঁড়াল ১২৫।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?