স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।। রাজ্যে করোনা আক্রান্তের মধ্যে সবচাইতে বেশী আক্রান্তের সংখ্যা পশ্চিম জেলায়। এর মধ্যে ৩০ শতাংশ রয়েছে আগরতলা পুর নিগম এলাকার। অন্যদিকে মৃত্যুর ৫০ শতাংশ ঘটেছে আগরতলা পুর নিগমের অধীন এলাকায়। এই পরিসংখ্যান বৃদ্ধি পাওয়ায় আগরতলা পুর নিগমের করোনা মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার।
পুর নিগমের কনফারেন্স হলে হয় এই বৈঠক। এই গুরুত্ব পূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের সহায়তায় আগরতলা পুর নিগম এলাকায় পরীক্ষার হার বৃদ্ধি করা হবে। যে সমস্ত ওয়ার্ড গুলিতে করোনার সংখ্যা বেশী সেই সমস্ত ওয়ার্ড গুলিতে প্রথম এই পরীক্ষা বৃদ্ধি করা হবে। আগরতলা পুর নিগমের ৮ টি ওয়ার্ডকে চিহ্নিত করা হয়েছে। আগরতলা পুর নিগমের করোনা আক্রান্তের সংখ্যার মধ্যে ৭০ শতাংশ সংক্রমণ ঘটেছে এই ৮ টি ওয়ার্ড থেকে।
সেখানে ১০০-র অধীক আক্রান্ত হয়েছে। যাদের প্রবণতা আছে তাদের পরীক্ষা করা হবে। নমুনা পজেটিভ আসলে হোম আইসোলেশনে থাকার প্রস্তাব দেওয়া হবে। একই সঙ্গে বাজার গুলি এবং ভীর এলাকা গুলিতে চলবে এফোর্সমেন্ট । শনিবার আগরতলা পুর নিগমের করোনা মনিটরিং কমিটির বৈঠক শেষে জানান আগরতলা পুর নিগমের কমিশনার ডাঃ সিদ্ধার্থ শিব জশপাল। এদিনের বৈঠকে বিধায়ক ডাঃ দিলিপ দাস, মেয়র ডাঃ প্রফুল্ল জিৎ সিনহা সহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন। এছাড়া জনগণকে সচেতন করতে আরো ব্যপক প্রচার চালানো হবে।
অযথা বাজারে না যাওয়ার বার্তা দেন আগরতলা পুর নিগমের কমিশনার ডাঃ সিদ্ধার্থ শিব জশপাল। সামাজিক অনুষ্ঠান গুলি সংক্ষিপ্ত করার জন্য আহ্বান জানানো হয়। এন্টিজেন ও আর টি পি সি আর দুই ভাবেই পরীক্ষা করা হবে। করোনা সংক্রমণের সংখ্যা বেশী ওয়ার্ড গুলি হল ৪, ৫, ১২, ২০, ২৬, ৪০ , ৪৬।