Rain: জাওয়াদ এর প্রভাবে মাঝারি বৃষ্টিতে রাজ্যের জনজীবনে ছন্দপতন, রাজপথ জলমগ্ন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ ডিসেম্বর।। ক্রমশই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করছে জাওয়াদ। এর পর পশ্চিমবঙ্গের উপকূল ধরে বাংলাদেশের দিকে চলে যাবে। কিন্তু ‘জাওয়াদ’ এর প্রভাবে রবিবার আগরতলা সহ গোটা রাজ্যে আকাশের মুখ ভার ছিল। রবিবার রাত থেকে সোমবার সারাদিন রাজ্যে লাগাতার বৃষ্টি হচ্ছে। মাঝারি এই বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন ঘটে। আগামীকালও একই অবস্থা থাকবে। বুধবার কিছুটা উন্নতি হবে। তারপরই রাজ্যে শীত জাকিয় পড়বে। বেশ কয়েকদিন ধরেই জাওয়াদ আতঙ্কে কাঁপছিল গোটা বাংলা। এর আগে বুলবুল, ফণী, আমফান, ইয়াশ প্রভৃতি বিভিন্ন ঝড়ের তাণ্ডব দেখেছে গোটা বঙ্গ। সেই অবস্থা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই একযোগে প্রস্ততি সেরেছে কেন্দ্র ও রাজ্য। কলকাতা পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছিল ঝড় মোকাবিলায়  সব সময় প্রস্তুত থাকতে। একাধিক গুরুত্বপূর্ণ দফতরের ছুটিও বাতিল করে রাজ্য সরকার। প্রথমে কথা ছিল, প্রায় ১০০ কিলোমিটার বেগে অন্ধ্র ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ। পরে বেলা বাড়তেই আবহবিদরা আশ্বস্থ করেন, বাংলায় জাওয়াদের প্রভাবে ঘূর্ণিঝড় হবে না,  বইবে না ঝোড়ো হাওয়া, তবে শক্তিশালী নিম্নচাপের কারণে কয়েকটি জেলা সহ কলকাতায় বৃষ্টি হবে। আইএমডি জানিয়েছে, জাওয়াদের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। সেই সঙ্গে  দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অংশ ছাড়াও পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে কিছু অংশে বৃষ্টি চলবে। আইএমডির পক্ষ থেকে অতি ভারী থেকে ভারী বৃষ্টি কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরী, খুরদা, কটক, জগৎসিংহপুর, কেন্দ্রপাদা, জাজপুর, ভদ্রক, বালাসোর এবং ময়ূরভঞ্জ জেলার এক বা দুটি জায়গায়।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?