অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। এক ইনিংসে এজাজ প্যাটেলের রেকর্ড ১০ উইকেট প্রাপ্তির উচ্ছ্বাস সতীর্থ ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত পর্যবসিত হলো বিষাদে। নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড।
ভারতের দেওয়া ৫৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৭ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। মুম্বাই টেস্টে রেকর্ড ৩৭২ রানের জয় পেয়েছে বিরাট কোহলিরা।
টেস্টে নিজেদের ইতিহাসে এটিই ভারতের সর্বোচ্চ রানের জয়। এর আগে তাদের সর্বোচ্চ রানের জয়টি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০১৫ সালে দিল্লিতে প্রোটিয়াদের ৩৩৭ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। রানের ব্যবধানে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আগের সর্বোচ্চ জয়টি ছিল ৩২১ রানের, ২০১৬ সালে, ইন্দোরে।
অলৌকিক কোনো কিছু ছাড়া মুম্বাই টেস্ট বাঁচানো কঠিন ছিল কিউইদের সামনে। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে গুটিয়ে যাওয়ায় ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।
অথচ নিউজিল্যান্ডকে পথ দেখিয়েছিলেন প্যাটেল। টেস্ট ইতিহাসের তৃতীয় ও প্রথম কিউই বোলার হিসেবে একাই ১০ উইকেট নিয়ে ভারতের প্রথম ইনিংস ৩২৫ রানে থামিয়েছিলেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এই স্পিনার।
কিন্তু টেস্ট চ্যাম্পিয়ন ব্ল্যাক-ক্যাপরা যেন ব্যাট করাটায় ভুলে গেল রবিচন্দ্রন অশ্বিনদের সামনে।
বড় লিড পেয়ে ভারত দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলতে শুরু করে। ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান করার পর ইনিংস ঘোষণা দেয় স্বাগতিকেরা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ওপেনার মায়াঙ্ক আগরওয়াল দ্বিতীয় ইনিংসে পান ফিফটির দেখা। আর প্যাটেল দশের সঙ্গে যোগ করেন আরও চার উইকেট।