স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।। ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অল্পবিস্তর বৃষ্টি হতে পারে রাজ্যেও৷ আগরতলা বিমানবন্দর আবহাওয়া দপ্তর সূত্রে এই সম্ভাবনার কথা বলা হয়েছে৷
আবহাওয়াবিদদের বিবরণে, গুুর্নিঝড় এখনো পুরোপুরি তৈরি হয়নি৷ শুক্রবার বিকেল পর্যন্ত গভীর নিম্নচাপ হিসেবেই রয়ে গেছে৷ আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যদি নিম্নচাপ থেকে ঘুর্ণিঝড় সৃষ্টি হয় তাহলে তার প্রভাব কিছুটা আমাদের রাজ্যেও পড়তে পারে৷ হতে পারে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত৷
আবহাওয়াবিদদের আরো বিবরণ বর্তমানে নিম্নচাপটি বঙ্গোপসাগরে পশ্চিম-দক্ষিণ অংশে অবস্থান করছে৷ এটি ক্রমশ গভীর হচ্ছে৷ নিম্নচাপ থেকে ঘুর্ণিঝড় (জাওয়াদ) সৃষ্টি হলে তার প্রভাব প্রথম দিকে পড়বে দক্ষিণ আন্দামান হয়ে সেখানে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে৷
৬ কিংবা ৭ ডিসেম্বর এটি মোড় নিয়ে উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে প্রভাব ফেলতে পারে৷ এই সময়ে আমাদের রাজ্যেও বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া সহ অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ তবে বর্তমান সময়ে নিম্নচাপের প্রভাবে রাজ্যে শীতের অনুভতি তেমন নেই বললেই চলে৷ সকালে তেমন নেই কুয়াশার পারদ৷
দিনের তাপমাত্রা ও বছরের সময়ের তুলনায় স্বাভাবিক থেকে উপরে অবস্থান করছে৷ তবে নিম্নচাপ এবং ঘুর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে রাজ্যে তাপমাত্রা নিম্নমুখী হবে এবং শীতের দাপট বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস৷
আগরতলা বিমানবন্দর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এদিন সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.০ ডিগ্রি ও ১৬.২ ডিগ্রি সেলসিয়াসের৷ আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৭ ডিগ্রি ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতে পারে৷