Anniversary: কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।। তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর সভাকক্ষে কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের ১০৮তম জন্মবার্ষিকী পালনের উদ্দেশ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্যদের মধ্যে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহরলাল ঘোষ, বিধায়ক রেবতী মোহন দাস, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, বিধায়ক সুধাংশু দাস, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ জিতেন সরকার ছাড়াও ওবিসি কমিশনের চেয়ারম্যান এম কে নাথ, তপশিলী জাতি কল্যাণ দপ্তরের প্রধান সচিব এল ডার্লং, অধিকর্তা সন্তোষ দাস, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান তাপস কুমার দাস, সিপাহীজলার এস পি, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা বিপুল কুমার দেববর্মা, বিডিও নলছড় ব্লক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১ জানুয়ারি থেকে তিনদিনব্যাপী রাজ্যভিত্তিক অদ্বৈত মল্লবর্মণের ১০৮তম জন্মবার্ষিকী পালন করা হবে কেমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে। কর্মসূচির মধ্যে রয়েছে অদ্বৈত মল্লবর্মণের জীবনীর উপর রাজ্যভিত্তিক রচনা প্রতিযোগিতা, আলোচনাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া প্রত্যেক জেলাতে জেলাভিত্তিক এই জন্মবার্ষিকী পালন করা হবে। এই জন্মবার্ষিকী অনুষ্ঠানকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাসকে চেয়ারম্যান মনোনীত করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি রাজ্যভিত্তিক পরিচালন কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া বিভিন্ন উপ কমিটিও গঠন করা হয়েছে। সভায় আলোচনায় অংশ নিয়ে তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস এই জন্মবার্ষিকী অনুষ্ঠানকে সফল করতে রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?