স্টাফ রিপোর্টার, ৩ ডিসেম্বর|| শুক্রবার রাজ্য সচিবালয়ে ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম এবং জিপিএস বেস্ট মোবাইল অ্যাপ্লিকেশন ফর ফরেস্ট পাট্টা ল্যান্ড ডেমারকেশন অ্যাপসের শুভ সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
ভার্চুয়াল ভাবে বোতাম টিপে শুক্রবার ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম এবং জিপিএস বেস্ট মোবাইল অ্যাপ্লিকেশন ফর ফরেস্ট পাট্টা ল্যান্ড ডেমারকেশন অ্যাপসের শুভ সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। দুটি অ্যাপস এর শুভ উদ্বোধন উপস্হিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।
অ্যাপস দুটি চালু হয় এখন থেকে কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে যেমন সুবিধা হবে ঠিক তেমনি ভোক্তারাও সঠিক পরিষেবা সঠিক সময়ে পেয়ে যাবেন। ভার্চুয়াল পদ্ধতিতে কেন্দ্রীয় মন্ত্রী এই দুটি অ্যাপস উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অ্যাপস দুটির সঠিক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন ডিজিটাল পদ্ধতিতে সরকারি কাজকর্ম পরিচালনা করার জন্যই এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তাতে একদিকে যেমন কাজের গতি বাড়বে অন্যদিকে জনগণ সঠিক সময়ে সঠিক পরিষেবা পাবেন।
সরকারি দপ্তর ও প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের অ্যাপস সময় উপযোগী বলেও মুখ্যমন্ত্রী এবং রাজস্ব মন্ত্রী অভিমত ব্যক্ত করেছেন।