পশ্চিম ত্রিপুরা জেলা সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দিব্যাঙ্গজনদের নিয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৩ ডিসেম্বর|| আজ বিশ্ব দিব্যাঙ্গ দিবস। রাজ্যে ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মোহনপুর পঞ্চায়েত সমিতির হলে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দিব্যাঙ্গজনদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার মোহনপুর পঞ্চায়েত সমিতির হলঘরে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। মন্ত্রী ছাড়াও অনুষ্ঠান মঞ্চে বিশেষ জনদের মধ্যে ছিলেন উপস্থিত মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত,সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা এল রাংখল,পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব,মোহনপুর পঞ্চায়েত সমিতির  চেয়ারম্যান রীণা দেবর্বমা সহ  অন্যান্য সম্মানীয়রা।অনুষ্ঠানে অংশ নেওয়া দিব্যাঙ্গজনদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের সাথে সাক্ষাতে মিলিত হন মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন দিব্যাঙ্গনরা আমাদের সমাজের বোঝা নয়। তারা আমাদের সমাজেরই অঙ্গ। তাদের প্রতি অনুকম্পা বা করুণা নয় তাদেরকে তাদের ন্যায্য অধিকার ভোগ করার সুযোগ দিতে হবে।বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়েও বিস্তারিত আলোকপাত করা হয়। এসব সমস্যার সমাধানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দপ্তরের মন্ত্রী পরামর্শ দিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?