অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর।। ইংলিশ চ্যানেলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ৩৪ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া এ ঘটনায় ৩১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। নৌকায় থাকা ৩১ জনের মৃতদেহ পাওয়া গেছে।
দুজন বেঁচে গেছেন। তাদের উদ্ধার করা হয়েছে। নৌকাটি ফ্রান্সের সমুদ্রতটের কাছে ছিল এবং যুক্তরাজ্যে যাচ্ছিল। খবর: ডয়েচেভেলে
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, ২০১৪ সালের পর থেকে ইংলিশ চ্যানেলে অভিবাসীদের নিয়ে এত বড় নৌকাডুবি আর কখনো হয়নি। মৃতদের মধ্যে ৫ জন নারী ও একজন শিশু। এই নৌকাডুবির পর চারজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ।
ঘটনার পর পরেই ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ ইইউ মন্ত্রীদের নিয়ে একটি জরুরি বৈঠক করেছেন। বৈঠকে শরণার্থী সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
ওই বৈঠকে মাক্রোঁ বলেন, ইংলিশ চ্যানেলকে তিনি কিছুতেই সমাধিক্ষেত্র হতে দেবেন না।
এ ঘটনায় শোক জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘মৃতের পরিবারের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি। এই ঘটনা এটাও দেখিয়ে দিচ্ছে যে, এভাবে ইংলিশ চ্যানেল পার করা কতটা বিপজ্জনক। ’
মানব-পাচারকারী এবং গ্যাংস্টারদের বিষয়ে আরো সতর্ক হওয়া দরকার। ফ্রান্স ও ইউরোপের অন্য দেশের সঙ্গে একযোগে এ বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জনসন।
তিনি বলেন, পাচারকারীরা শরণার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তারপরেও তারা পার পেয়ে যাচ্ছে। এটা হতে পারে না।