Blast: আফগানিস্তানের কাবুলে হাজারা শিয়া অধ্যুষিত এলাকায় ফের বোমা বিস্ফোরণ

অনলাইন ডেস্ক, ১৮ নভেম্বর।। আফগানিস্তানের কাবুলে হাজারা শিয়া অধ্যুষিত এলাকায় ফের বোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে একজন নিহত ও আহত হয়েছে অসংখ্য। হামলার দায় স্বীকার করেছে আইএস খোরাসান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, দাস্ত-ই-বারছি জেলায় এই বিস্ফোরণ হয়েছে।

তাদের কাছে একজনের মৃত্যুর খবর এসেছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরও কয়েকজন বিস্ফোরণে মারা গেছেন।

তালেবানের এক কর্মকর্তা বলেছেন, ‘আমাদের কাছে প্রাথমিক যে খবর এসেছে, তাতে জানা গেছে, বোমাটি একটি মিনিবাসে রাখা ছিল। আমরা তদন্ত শুরু করেছি। ’

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ শুনি। তাকিয়ে দেখি, একটা মিনিবাস ও ট্যাক্সিতে আগুন ধরে গেছে। সামাজিক মাধ্যমেও পোড়া গাড়ির ছবি শেয়ার করেছেন অনেকে। ’

শহরের অন্যপ্রান্তে আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, তারা খবর সংগ্রহ করছেন।

গত সপ্তাহে একই এলাকায় বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণও একটি মিনিবাসে হয়েছিল। কাবুলে এখন ঘনঘন বিস্ফোরণ হচ্ছে। অধিকাংশই সংখ্যালঘু শিয়া অধ্যুষিত এলাকায়। আইএস খোরাসান এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে এবং তারা জানিয়েছে, এ পর্যন্ত ২০ জন শিয়া সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়েছে।

আইএস খোরাসান তালেবানের বিরোধী। তালেবান ক্ষমতা দখল করার পর তারা একের পর এক আক্রমণ শানাচ্ছে। অন্যদিকে আইএস খোরাসানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ক্ষমতাসীনরা।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?