অনলাইন ডেস্ক, ১৬ নভেম্বর।। সংঘাত এড়াতে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।
চীনের প্রেসিডেন্টের সঙ্গে স্থানীয় সময় সোমবার এক ভার্চুয়াল বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট।
এ সময় বাইডেন বলেন, “ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভাবেই হোক না কেন, আমাদের দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা আছে। তবে তা যাতে সংঘর্ষের দিকে না যায় তা নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই ‘গাডরিল’ তৈরি করতে হবে। ”
তিনি জানান, দুই দেশের মধ্যে সংঘাত এড়াতে চিনপিংয়ের সঙ্গে একটি ‘অকপট’ আলোচনা করেন তিনি।
বেইজিং থেকে বক্তৃতা রাখার সময় বাইডেনকে ‘আমার পুরোনো বন্ধু’ বলে সম্বোধন করেন শি।
‘শত্রুদের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করতে হয়’- উল্লেখ করে তিনি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। ’
এ বছরের জানুয়ারিতে বাইডেনের অভিষেকের পর শি’র সঙ্গে দুইবার ফোনালাপ হয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে শি চীনের বাইরে যেতে রাজি হননি। এ কারণে দুই নেতার কাছে ভার্চুয়াল বৈঠক ছাড়া আর কোনো বিকল্প নেই।