স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ আগস্ট৷৷ ত্রিপুরায় করোনার লাগামহীন বৃদ্ধিতে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে নেইবারহুড ক্লাস৷ শুধু তা-ই নয়, আগামীকাল শনিবার থেকে ৫০ শতাংশ রোস্টার মেনে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি সরকারি কর্মচারীরা অফিসেএ যাবেন৷ বাকি কর্মচারীরা বাড়িতে থেকে কাজ করবেন৷ আজ শুক্রবার ত্রিপুরা সরকার এমনই আদেশ জারি করেছে৷
এদিকে, আদালতে আগামী ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম বন্ধ রাখার আদেশ জারি করেছেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি৷ শুধু জরুরি মামলার ভিডিও কনফারেন্সে শুনানি হবে, জানানো হয়েছে৷ শিক্ষা দফতরের অতিরিক্ত সচিব এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে ২৯ আগস্ট থেকে পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত নেইবারহুড ক্লাস বন্ধ থাকবেঊ তবে, টেলিভিশনে সরাসরি পাঠদান সম্প্রচার, রেকর্ডেড ভিডিও সম্প্রচার, ইউটিউব-এর মাধ্যমে পাঠদান, একটু খেলো একটু পড়ো, ভিডিও কনফারেন্স-এ শিক্ষক-শিক্ষিকাদের পাঠদান এবং কলসেন্টারের মাধ্যমে পাঠদান চালু থাকবে৷
এদিকে, করোনার প্রকোপ বৃদ্ধিতে সরকারি দফতরে কর্মচারীদের ৫০ শতাংশ রোস্টার মেনে অফিসে যাওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ ত্রিপুরার মুখ্যসচিব মনোজ কুমার এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, করোনা-র প্রকোপ মারাত্মকভাবে বাড়ছে৷ ফলে, আগরতলা পুর নিগম এলাকায় অবস্থিত সরকারি অফিসে নির্দিষ্ট আধিকারিকরা প্রতিদিন অফিসে যাবেন৷ বিজ্ঞপ্তি অনুসারে গ্রুপ-এ এবং গ্রুপ-বি কর্মচারীরা প্রতিদিন অফিসে যাবেন৷
কিন্ত, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মচারীদের ৫০ শতাংশ রোস্টার মেনে অফিসে যেতে হবে৷ বাকিরা বাড়িতে থেকে কাজ করবেন৷ প্রতিদিনের কাজ সমাপ্ত করার ক্ষেত্রে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করবেন তাঁরা৷ পাশাপাশি কোনও সরকারি কর্মচারী রাজ্যের বাইরে যেতে পারবেন না৷ কারণ, বিশেষ প্রয়োজনে তাঁদের অফিসে যোগ দিতে হবে৷ তবে জরুরি পরিষেবার সাথে যুক্ত সমস্ত দফতর যথারীতি চালু থাকবে৷ প্রত্যেক সরকারি কর্মচারীকে ফেস কভার এবং মাস্ক ব্যবহার অবশ্যই করতে হবে৷
আদালতগুলিতেও আগামী ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম স্থগিত রাখা হয়েছে৷ এ মর্মে আজ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এক আদেশ জারি করেছেন৷