স্টাফ রিপোর্টার, করবুক, ২৮ আগস্ট।। অবশেষে গোমতী জেলার অন্তর্গত করবুক বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। পূর্বতন সরকারের সময় থেকে করবুক বাসি দাবি জানিয়ে আসছে করবুকে একটি ডিগ্রি কলেজ স্থাপনের জন্য। কিন্তু পূর্বতন সরকারের সময় করবুক বাসীর দাবির প্রতি কোন সম্মান জানানো হয়নি।
রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পর করবুকবাসি তাদের দাবি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেখা করে। মুখ্যমন্ত্রী নিজেও করবুকে একটি ডিগ্রি কলেজ স্থাপনের বিষয়ে সম্মতি দেন। সেই মোতাবেক উদ্যোগ গ্রহণ করা হয়। এইবার সেই উদ্যোগ বাস্তবে পরিণত হতে চলেছে। করবুক ব্লকের অধিন চণ্ডীদাস পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের জায়গায় ডিগ্রি কলেজ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সেই মোতাবেক এইদিন ডিগ্রি কলেজের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনে যান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক। সাথে ছিলেন গোমতী জেলার জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ডিগ্রি কলেজের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে সাংসদ প্রতিমা ভৌমিক জানান করবুক বাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হতে যাচ্ছে।
করবুক বাসীর দাবি মেনে সরকার করবুকের চণ্ডীদাস পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের জায়গায় ডিগ্রি কলেজ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। চণ্ডীদাস পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বর্তমানে ১৩ জন ছাত্র-ছাত্রী রয়েছে। তাদেরকে পার্সবর্তি বিদ্যালয়ে পড়ালেখার সুযোগ করে দেওয়া হবে। এবং তারা বিদ্যালয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া বাবদ সরকার থেকে টাকা পাবে বলেও জানান সাংসদ প্রতিমা ভৌমিক। সহসাই ডিগ্রি কলেজ স্থাপনের কাজ শুরু হবে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক।