China: শীতকালে নাকি সীমান্তে ভারতের সঙ্গে ‘ছোট সংঘর্ষে’র আশঙ্কা করছে চীন

অনলাইন ডেস্ক, ১১ নভেম্বর।। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) শীতের আগেই ভারত সীমান্তে নিজেদের সেনা জওয়ানদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বরাদ্দ করেছে। জানা গেছে, শীতকালে নাকি সীমান্তে ভারতের সঙ্গে ‘ছোট সংঘর্ষে’র আশঙ্কা করছে চীন। তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখল চীনা সেনা।

এই বিষয় নিয়ে অবগত পর্যবেক্ষকরা চীনের সরকার পরিচালিত ট্যাবলয়েড গ্লোবাল টাইমসকে বলেন যে, যদিও ‘শীতকালে বড় আকারের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা নেই, তবে চীন-ভারত সীমান্তে সময়ে সময়ে ছোট ছোট সংঘর্ষ ঘটতে পারে’। পিএলএ নাকি সেই ‘সংঘর্ষে’র জন্য প্রস্তুত থাকা আবশ্যক বলে মনে করছে।

এর আগে কয়েকদিন আগেই মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছিল যে, ভারতের লাদাখ সীমান্তে গোপনে পরিকাঠামো বাড়াচ্ছে চীন।এদিকে গত ১০ অক্টোবর ভারত-চীন শান্তি আলোচনা ভেস্তে যায়। ভারতীয় সেনার প্রস্তাব খারিজ করে দেয় চীনের পিপল’স লিবারেশন আর্মি। এই আবহে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুই প্রান্তে প্রায় ৫০ থেকে ৬০ হাজার সেনা জওয়ান মোতায়েন রয়েছে বর্তমানে।

অপরদিকে লাদাখের পাশাপাশি চীনের গতিবিধি বেড়েছে পূর্ব সেক্টরে অরুণাচল সীমান্ত বরাবর। ভ্রতের পূর্ব সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল বাড়িয়েছে চীনা সেনা পিএলএ। ভারত-চীন সীমান্তে চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের আনাগোনাও বেড়েছে। লুংরো লা, জিমিথাং এবং বুম লা- এই তিন এলাকায় চীনের অতিরিক্ত গতিবিধি লক্ষ্য করেছে ভারতীয় সেনা। চীনের তরফে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা হলে তা মোকাবিলার জন্য প্রস্তুত ভারতীয় সেনাও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?