Football: পুরো নভেম্বর ম্যারাডোনার ছবি সংবলিত জার্সি পরে খেলবে নাপোলি

অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর।। ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা মারা গেছেন এক বছর হতে চলল। গত বছরের ২৫ নভেম্বর বিশ্ববাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ‘ছিয়াশির মহানায়ক’।

অন্যদের কাছে ম্যারাডোনার স্মৃতি ঝাপসা হতে শুরু করলেও নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে কিছুতেই যেন ভুলতে পারছে না নাপোলি।

ইতালিয়ান ক্লাবটির সমর্থক ও নেপলস শহরের বাসিন্দাদের কাছে ‘ঈশ্বর’ খ্যাত ম্যারাডোনা স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন সবসময়। ১৯৮৪ সালে বার্সেলোনা ছেড়ে নাপোলিতে খেলতে এসেছিলেন তিনি।

ফুটবল ঈশ্বরের মৃত্যুর পর নাপোলিও সাবেক তারকাকে সম্মান জানাতে নিজেদের স্টেডিয়ামের নামকরণ করেছে ম্যারাডোনার নামে। এবার চলতি বছরের নভেম্বর মাসটা পুরোটা তারা খেলবে আর্জেন্টাইন কিংবদন্তির ছবি সংবলিত জার্সি পরে।

ইতোমধ্যে সিরি’আয় ভেরোনার বিপক্ষে ম্যারাডোনার ছবি সংবলিত ওই বিশেষ জার্সি পরে মাঠেও নেমেছেন নাপোলির ইতালিয়ান ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিনিয়েরা।

নভেম্বরে সিরি’আয় আরও দুটি ম্যাচ আছে নাপোলির। ম্যারাডোনার মৃত্যুর মাস উপলক্ষে এই বাকি দুই ম্যাচেও ‘ম্যারাডোনা জার্সি’ গায়ে মাঠে নামবে ইতালিয়ান ক্লাবটির ফুটবলাররা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?