অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর।। আগামী বছরের মার্চে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। সোমবার খবরটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অজিরা সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল ১৯৯৮ সালে। ২৪ বছর পর এবারই প্রথম এশিয়ার দেশটিতে যাবে অস্ট্রেলিয়া।
ওই সফরে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল তারা। ওয়ানডে সিরিজও জিতেছিল অজিরা। এরপর কলম্বো ও শারজায় ২০০২ সালে অস্ট্রেলিয়াকে নিয়ে সিরিজ খেলে পাকিস্তান। ২০১০ সালে ইংল্যান্ড, ২০১৪ ও ২০১৮ সালে আরব-আমিরাতেও পাকিস্তানের আতিথেয়তায় সিরিজ খেলে অজিরা।
এবার পাকিস্তান সফরে ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়ায়। দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ৩ মার্চ, করাচিতে। পরের দুই টেস্ট হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। এই টেস্ট সিরিজ খেলা হবে আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে।
এরপর চার ম্যাচের সাদা বলের ক্রিকেট হবে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত, লাহোরে। ওয়ানডে সিরিজটি হবে ওয়ানডে সুপার লিগের অংশ।
অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। তিনি বলেন, ‘পাকিস্তানে অস্ট্রেলিয়াকে স্বাগতম জানানোর ব্যাপারে আমি উচ্ছ্বসিত। ’
বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে পাকিস্তান। সেমিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
এর আগে নিরাপত্তার অজুহাতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করেছিল।