স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২৮ আগস্ট।। শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকায় দক্ষিণ ত্রিপুরার ডায়েট কলেজের শুভ শিলান্যাস করাহয়। আজ বেলা ১ ঘটিকায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকায় ডায়েট কলেজের শুভ শিলান্যাস করাহয়। আজকের এই শুভ শিল্যানাস অনুষ্ঠানের উদ্ভোদক হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
উদ্ভোদকের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক প্রমোদ রিয়াং, বগাফা ব্লকের বি এ সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, বিশিষ্ট সমাজ সেবী শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য অতিথীবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্যরাখতে গিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক ও শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ রাজ্যসরকারের বিভন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা সকলের সামনে তুলেধরেন।
উনারা জানান বিগত বাম আমলে সরকার যা করতেপারেননি বর্তমান রাজ্য সরকার এই অল্প সময়েরমধ্যে তা করে দেখাচ্ছে। বর্তমান রাজ্যসরকার এই আরাই বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যে চারটি জেলায় ডায়েট কলেজ স্থাপন করতে চলছে। এই কলেজ নির্মানের জন্য ১৯ কোটি ১৮ লক্ষ টাকা খরচহবে। এরমধ্যে ৯০ পার্সেন্ট টাকা কেন্দ্র বহন করবে ও রাজ্যসরকার ১০ পারসেন্ট টাকা বহন করবে বলে জানান শিক্ষামন্ত্রী।
আগামী ১২ মাসের মধ্যে এই কলেজ নির্মানের কাজ শেষ হবেবলে জানান শিক্ষা মন্ত্রী। তিনি জানান এই কলেজ নির্মানে প্রায় ৫ কোটি টাকা ব্যায়হবে। বক্তবের মধ্যদিয়ে বক্তারা সকলের কাছে আবেদন করে এই কলেজ নির্মানে যেন সকলে সাহায্যের হাত বাড়ীয়ে দেন।কাজ চলাকালিন সময়ে যাতেকরে নির্মান সংস্থাকে কোনোপ্রকার বাধাদান না করে তার জন্য বক্তারা বিশেষ আহব্বান জানান।আজকের এই অুষ্ঠানকে ঘিরে শান্তির বাজারের লোকজনদের মনে ব্যাপক উৎসাহ লক্ষ্যকরাযায়।