স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ৮ নভেম্বর।। ব্যবসায় ও বাণিজ্য ছাড়া কোনও জাতির আর্থিক বিকাশ সম্ভব নয়। ব্যবসায় ও বাণিজ্যকে কেন্দ্র করে যাতে জনজাতিরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারেন সেই লক্ষ্যে সরকার কাজ করছে।
জিরানীয়া মহকুমার মান্দাই বাজারে আজ ২৮ কক্ষ বিশিষ্ট হাপিং সুপার মার্কেটের উদ্বোধন করে একথা বলেন জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া।
সুপার মার্কেটের উদ্বোধন করে তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের নানা আর্থিক সহায়তা যথাযথ ব্যবহারের মাধ্যমে জনজাতিদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছে সরকার। রাজ্যে এই প্রথম হালাম ও ওরাং সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কেন্দ্রীয় সরকার ১ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে।
তিনি বলেন, রাজ্য সরকার মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর প্রাপ্ত জনজাতি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুবিধায় এককালীন ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা করছে। রাজ্য সরকার রাজ্যের জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশে আন্তরিক।
অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বলেন, এডিসি এলাকার পরিকাঠামো উন্নয়ন ও জনজাতিদের জীবনযাত্রার মান উন্নয়নেও কেন্দ্রীয় সরকার ১৩০০ কোটি টাকা মঞ্জুর করেছে। জনজাতিদের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্য সরকার এডিসি এলাকাতে ৪৩টি দপ্তর যাতে যথাযথ উন্নয়ন কাজ এগিয়ে নিতে পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমান সরকার এডিসি এলাকার জন্য টাউন বিল অনুমোদন নুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী জনজাতিদের উন্নয়নে রাজ্যে শান্তির বাতাবরণ অক্ষুন্ন রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সভাপতির ভাষণে বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা বলেন, হাপিং সুপার মার্কেট স্টলে ২৮ জন জনজাতি বেকার ব্যবসায়ের সুযোগ পাবেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস।
তাছাড়া বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত। উল্লেখ্য, ২৮ কক্ষ বিশিষ্ট হাপিং সুপার মার্কেট নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ১৭ লক্ষ ২৮ হাজার টাকা।