স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ নভেম্বর।। আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে সরকার বিভিন্ন পদাক্ষেপ নিয়েছে। সরকারের এই প্রয়াসে দৃষ্টান্তমূলক সাফল্য আসছে।
আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রীর অফিস কক্ষে সুদৃশ্য বাঁশের তৈরি বোতলে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের উৎপাদিত প্রাকৃতিক মধু বাজারজাতকরণের আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন।
সচিবালয়ে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাজেশ দাস মুখ্যমন্ত্রীকে খাদি ও গ্রামোদ্যোগ পর্যদের উৎপাদিত প্রাকৃতিক মধু ও মাতা ত্রিপুরাসুন্দরীর ছবি সম্বলিত একটি নতুন ডিজাইনের উত্তরীয় তুলে দেন।
এ প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলার জন্য রাজ্য সরকার যে সব বিভিন্ন উদ্যোগ নিয়েছে এগুলি তারই দৃষ্টান্ত। এর ফলে রাজ্যের বড়মাত্রায় যুবক-যুবতীরা স্বনির্ভর হয়ে উঠছেন পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন।
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার নাম আজ বিশ্ব বাজারে পরিচিতি লাভ করছে। রাজ্যের বাঁশের তৈরি বোতল, বিস্কুট, ক্রিকেট ব্যাট, ক্রিকেট স্ট্যাম্প ছাড়াও রাজ্যের উৎপাদিত ক্যুইন ও কিউ প্রজাতির আনারস ও অন্যান্য ফল আজ বিশ্ব বাজারে সমাদৃত।
এ ধরনের উদ্যোগ জারি রাখতে তিনি খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের প্রতি আহ্বান জানান। মুখ্যমন্ত্রী শ্রীদেব আজ একই সঙ্গে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের প্রধানমন্ত্রী কর্মসংস্থান উৎপাদক কার্যক্রম একটি প্রচার পত্রেরও সূচনা করেন।
এই প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পে খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের উদ্যোগে বেকার যুবক ও যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে পঁচিশ লক্ষ টাকা সহজ কিস্তিতে ঋণদানের সংস্থান রয়েছে। এই ঋণের ক্ষেত্রে সব ক্যাটাগরীর সুবিধাভোগীদের জন্যই ৩০ শতাংশ ভর্তুকির সুবিধা আছে।