Bollywood: আজও সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন বলিউডের এই সুন্দরী, কেন তার মনের মানুষ জুটলো না?

অনলাইন ডেস্ক, ৮ নভেম্বর।। বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন তাবু। এই বলিউড সুন্দরী আজও অবিবাহিত। যদিও বলিউডের একাধিক তারকার অভিনেতার সঙ্গে তার নাম জড়িয়েছে বারবার। তবে 50 বছর পেরিয়ে যাওয়ার পরেও তাবু আজও অবিবাহিতা রয়েছেন। তার সমকালীন সময়ের কোনও অভিনেত্রীই কার্যত অবিবাহিত নেই।

দীর্ঘ প্রায় কুড়ি বছরের ফিল্মি কেরিয়ারে তাবু অনেকের সঙ্গেই অন স্ক্রীন রোমান্স করেছেন। তবে অফ স্ক্রিনে কেউই তার মনের মানুষ হয়ে উঠতে পারেননি। আজ সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন বলিউডের এই সুন্দরী। কেন তার মনের মানুষ জুটলো না? কেনই বা নিজেকে স্বামী সুখ থেকে বঞ্চিত রেখেছেন অভিনেত্রী?

এই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই। তার বক্তব্য, এর পেছনে দায়ী অজয় দেবগন। তাবু বলেছেন অজয়কে তিনি দীর্ঘ ২৫ বছর ধরে চেনেন। তার ভাই সমীরের প্রতিবেশী ছিলেন অজয়। ছোটবেলা থেকে তারা একসঙ্গে বড় হয়েছেন। তাবু বলেন ছোটবেলা থেকেই অজয় এবং সমীর দুজনেই রীতিমতো তার ওপর নজরদারি চালাতেন।

তাবু বলেন ঘোরা, বেড়ানো তো দূরের কথা, তাকে কোনো ছেলের সঙ্গে কথা বলতে দেখলে তারা গিয়ে তাকে শাসিয়ে আসতেন! ঠিক এই কারণেই মনের মানুষ জুটলো না তাবুর। সিঙ্গেলই রয়ে গেলেন অভিনেত্রী। অপরপক্ষে তার বন্ধু অজয় দেবগন পরবর্তী দিনে কাজলকে বিয়ে করে সুখী সংসার পেতেছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?