অনলাইন ডেস্ক, ৭ নভেম্বর।। চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাঠে না থেকেও যেন আছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। ইতোমেধ্যে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছেন ৪১ বছর বয়সী সাবেক তারকা।
পাকিস্তানের বিপক্ষে ভারতের ১০ উইকেটে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ আমিরের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়ান হরভজন।
তবে সেই উত্তাপ থামতেই ফের সংবাদ হলেন তিনি। সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন হরভজন।
যেখানে জায়গা পেয়েছেন তিন ভারতীয় ও চার ক্যারিবিয়ান। ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার আছেন একজন করে।
জায়গা হয়নি বিশ্বকাপ তো বটে, টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ফিফটি করা সাবেক সতীর্থ যুবরাজ সিং। অধিনায়ক হিসেবে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ভারতকে শিরোপা এনে দেওয়া মহেন্দ্র সিং ধোনি।
হরভজনের সেরা একাদশ: রোহিত শর্মা, ক্রিস গেইল, জস বাটলার, শেন ওয়াটসন, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক-অধিনায়ক), ডোয়াইন ব্রাভো কাইরন পোলার্ড, সুনীল নারাইন, লাসিথ মালিঙ্গা, জসপ্রিত বুমরাহ।