Tensions: লাদাখ সীমান্ত ঘিরে ভারত ও চীনের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল, তা আপাতত স্তিমিত

অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর। লাদাখ সীমান্ত ঘিরে ভারত ও চীনের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল, তা আপাতত স্তিমিত হয়ে রয়েছে। এদিকে, চীন যে চার পা পিছিয়ে সাত পা এগিয়ে যেতে পারে সেবিষয়ে আগেই সতর্ক করেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দিল্লিও মূলত চীনের গতিবিধির দিকে তাকিয়ে ছিল বহুদিন ধরে।

এমন এক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা দফতর পেন্টাগনের কাছ থেকে ভারতের জন্য এসেছে তাৎপর্যপূর্ণ গোপন বার্তা। সীমান্ত ঘেঁষে চীন কোন কাজ করছে তা নিয়ে কার্যত দিল্লিকে সতর্ক করেছে আমেরিকা।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, সীমান্ত এলাকা ঘেঁষে চীন ফাইবার অপটিক নেওয়ার্ক আরও শক্তিশালী করতে শুরু করে দিয়েছে। গোটা হিমালয় পার্বত্য এলাকা, যা চীনের এলাকার মধ্যে রয়েছে, সেখানে লাদাখ সীমান্ত ঘেঁষে বেইজিং এই কাজ তরান্বিত করছে বলে জানিয়েছে মার্কিন সেনা সদর দফতর পেন্টাগনের রিপোর্ট।  পেন্টাগন চীনের সেনা ও প্রতিরক্ষা সংক্রান্ত এক রিপোর্টে এই সমস্ত তথ্যের উল্লেখ করেছে।

পশ্চিম হিমালয়ে আপাতত পিআরসি ও ভারতের মাঝে সীমান্ত এলাকায় চীনের এই ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর অর্থ হল, চীন এই এলাকায় আরও বেশি দ্রুততার সঙ্গে নেটওয়ার্ক ও সংযোগের কাজ করতে চাইছে।

এর ফলে রিয়্যাল টাইম নজরদারির ক্ষেত্রে আরও দ্রুত উদ্যোগ নিতে পারবে চীন। কারণ, ফাইবার অপটিক জোরালো হলে তৎক্ষণাৎ সংযোগ রক্ষা করা সম্ভব হবে চীনের। যা সীমান্তে ভারতের কাছে একটি চ্যালেঞ্জিং ফ্যাক্টর হতে পারে প্রতিরক্ষা ক্ষেত্রে।

চীন সংক্রান্ত প্রতিরক্ষার ক্ষেত্রে মার্কিন সেন সদর দফতর পেন্টাগন বহু সময়ে একাধিক রিপোর্ট দিয়েছে। এবারও সেই রিপোর্টে একাধিক ইস্যু তুলে ধরেছে পেন্টাগন।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বুকে বহুদিন ধরেই ত্রাস হয়ে উঠছে চীন। দক্ষিণ চীন সাগরে নিজের কর্তৃত্ব ফলাতে বেইজিং এর আস্ফালন বহু দেশকেই উদ্বেগে রেখেছে। তাইওয়ান থেকে জাপানের মতো বহু দেশই চীনের সামরিক কর্মকাণ্ডে অশনি সংকেত দেখেছে। এমন এক পরিস্থিতিতে পেন্টাগনের এই রিপোর্ট যে তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?