অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। আফগানিস্তানে বুধবারের বন্যায় রাত পর্যন্ত নারী-শিশু মিলিয়ে শতাধিক বাসিন্দার প্রাণহানির খবর মিলেছে। অধিকাংশই রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের পারওয়ান প্রদেশের বাসিন্দা। রাতে ঘুমের ঘোরেই জলের তোড়ে ভেসে যায় অনেকে।
কয়েক ঘন্টা বাদে তাঁদের স্পন্দনহীন, নিথর দেহ উদ্ধার করল উদ্ধারকারীরা। পাশাপাশি একাধিক জায়গায় কয়েকশো বাড়ি-ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। উদ্ধারকার্য চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। দেশের আরও আটটি প্রদেশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সবমিলিয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। ইতিমধ্যেই বন্যাদুর্গতদের মধ্যে জরুরি ভিত্তিতে ত্রাণ বন্টনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।