স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ নভেম্বর।। রাজ্যে উৎসবের মরশুম চলছে। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণের আশঙ্কা থাকে। তাই মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এন্টিজেন টেস্ট করিয়েছন। তাঁর অফিসে স্বাস্থ্যকর্মী গিয়ে করোনার টেস্ট করেছেন। মাতা ত্রিপুরেশ্বরীর কৃপায় মুখ্যমন্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
এদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জারি মঙ্গলবারের যে করোনা তথ্য জানানো হয়েছে তাতে গোটা রাজ্যে সংক্রমণের হার ছিল .২২ শতাংশ৷ এইদিন নতুন করে ১০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ মোট ৪ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ ধরা পড়েছে৷
নতুন সংক্রমিতদের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় রয়েছেন ৬জন, সিপাহীজলা ও উত্তর ত্রিপুরার ১ জন করেও দক্ষিণ ত্রিপুরায় ২জন রোগী রয়েছে৷ মঙ্গলবার করোনা সংক্রমণের মাত্রা খুবই নিয়ন্ত্রিত পর্যায়ে ও নিম্নমুখী রয়েছে৷
সোমবার সংক্রমণের মাত্রা একলাফে ২.১২ শতাংশে উঠে গিয়ে মঙ্গলবার ১ শতাংশের নিচে গিয়ে .২২ শতাংশে দাঁড়িয়ে রাজ্যের করোনা সংক্রমণ৷