অনলাইন ডেস্ক, ২ নভেম্বর।। অবশেষে সেঞ্চুরির দেখা পেল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের শেষ বলে ছক্কা মেরে তিন অঙ্কের ঘরে পা রখেন ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটি নবম সেঞ্চুরি। সীমিত ওভারের ক্রিকেটের এই বিশ্বকাপে সর্বোচ্চ দুটি সেঞ্চুরি আছে ক্রিস গেইলের। অষ্টম ক্রিকেটার হিসেবে এই অভিজাত ক্লাবে নাম লেখালেন বাটলার।
৬৭ বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন ৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটার। তার অপরাজিত ১০১ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৬ ছয়ে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার সর্বোচ্চ স্কোর। এর আগে তার সর্বোচ্চ ইনিংসটি ছিল ৮৩* রান, ভারতের বিপক্ষে, ২০২১ সালে।
গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলেন বাটলার। শ্রীলঙ্কার বিপক্ষে দুষ্মন্ত চামিরার করা ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে সেঞ্চুরি বঞ্চিত হতে বসেছিলেন তিনি। ৯৫ রানে বাটলারের ক্যাচ ছাড়েন পাথুম নিশানকা। পরের দুই বলে রান করতে না পারলেও শেষ বলে ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপন করেন এই ইংলিশ ওপেনার।
বাটলারের সেঞ্চুরির ওপর ভর করে শারজায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান এসেছে অধিনায়ক ইয়ন মরগানের ব্যাট থেকে।
লঙ্কানদের হয়ে গত ম্যাচের হ্যাটট্রিক ম্যান ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেটের দেখা পেলেন হাসারাঙ্গা। এই মাইলফলকে পা রাখতে তার লেগেছে ৩৩ ম্যাচ। এই তালিকায় শীর্ষে থাকা অজন্তা মেন্ডিসের লেগেছিল ২৬ ম্যাচ।