অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। ফ্লয়েড ঘটনার পুনরাবৃত্তি মার্কিন মুলুকে। গত রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উইসকনশিন প্রদেশের কেনোশা শহরে জ্যাকব ব্লেক নামে এক অ্যাফ্রো-আমেরিকান কৃষ্ণাঙ্গকে একাধিকবার গুলিবিদ্ধ করে পুলিশ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ব্লেক। এই ঘটনার প্রতিবাদে সিনসিনাটির সেমিফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন জাপানের মহিলা তারকা প্লেয়ার নাওমি ওসাকা।
টুইটবার্তায় জাপানের অ্যাথলিট ওসাকার লেখেন, ‘আমি আগে একজন কৃষ্ণাঙ্গ, তারপর একজন অ্যাথলিট।’ তিনি আরও লেখেন, ‘একজন কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে আমি মনে করি আমার খেলা দেখার চেয়ে এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার আছে। আমার বলছি না যে আমি না খেললে রাতারাতি সব বদলে যাবে।
তবে আমার নাম প্রত্যাহারে শ্বেতাঙ্গ মহলে যদি আলোচনা শুরু হয় তাহলে মনে করব আমার পদক্ষেপ সঠিক ছিল।’ ওসাকার নাম প্রত্যাহারের পর ডব্লুটিএ বৃহস্পতিবার সিনসিনাটি ওপেনের সমস্ত খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। পাশপাশি এমএলবি এবং এমএলএস’র ম্যাচও স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, একটি গুলিতে জ্যাকব ব্লেকের স্পাইনাল কর্ড এমনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে যে বেঁচে ফিরলেও আর হয়তো কখনও চলাফেরা করতে পারবেন না ব্লেক। ঘটনায় ফের প্রতিবাদের ঝড় উঠেছে মার্কিন মুলুকে।