Akhilesh Yadav: শিয়রে উত্তরপ্রদেশে নির্বাচন, ভোটে লড়বেন না বলে জানিয়ে দিলেন অখিলেশ যাদব

অনলাইন ডেস্ক, ১ নভেম্বর।। শিয়রে উত্তরপ্রদেশে নির্বাচন। আর তার আগেই ছন্দপতন। ভোটে লড়বেন না বলে জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির নেতা, তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সোমবার তিনি জানিয়ে দেন আগামী বিধানসভা নির্বাচনে তিনি ভোটে লড়বেন না। অখিলেশের না নিয়ে রাজ্য-রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। তবে সোমবার অখিলেশ জানিয়েছেন, তিনি না লড়লেও তাঁর দল রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়বে। যদিও দু’দলের আসন সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিবৃতি দিলেন মুলায়ম পুত্র। তবে কেন তিনি ভোটে লড়বেন না, সেই সম্পর্কে কোনও ব্যাখ্যা দেননি অখিলেশ সিং যাদব। অস্বস্তিতে সমাজবাদী পার্টি। তবে অখিলেশের এই সিদ্ধান্তে কিছুটা বিস্মিত রাজনৈতিক মহল। তাদের মতে এবারে উত্তর প্রদেশ নির্বাচনে মূলত চতুর্মুখী লড়াই হবে। সেখানে নিজে ভোটে না দাঁড়ানোর ফলে দলীয় কর্মীদের মনোবল ভেঙে পড়তে পারে।

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রধান বিজেপি বিরোধী দল হিসেবে সমাজবাদী পার্টিই ছিল। সেখানে অখিলশের না দাঁড়ানোর সিদ্ধান্তকে তাঁর ভয় পাওয়া হিসেবেই ব্যাখ্যা করবে বিজেপি। সেখানে সমাজবাদী পার্টির বিরুদ্ধে দলের আস্থা কমতে পারে।

উল্লেখ্য, সমাজবাদী পার্টির অন্যতম মুখ অখিলেশ সিং যাদব। তিনি উত্তরপ্রদেশের ২০ তম মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবেই পরিচিত অখিলেশ যাদব। ৩৮ বছর বয়সে ২০১২ সালের মার্চ মাসে তিনি শপথ গ্রহণ করেন। ২০১৭ সালের ১১ মার্চ মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন তিনি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?